কলকাতা : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএলের।(IPL Inauguration) শনিবারের ইডেন গার্ডেন্স মেতে উঠবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বলিউড বাদশা শাহরুখ খানের সঞ্চালনা, কেকেআর-আরসিবির টানটান দ্বৈরথে। তবে এতকিছুর মাঝে রয়েছে আবহাওয়ার ভ্রূকুটি। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শেষমেশ ভেস্তে যাবে ম্যাচ? চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।
Read More: ছাব্বিশের বিধানসভায় লক্ষ্য ১৮০ থেকে কমে ১৫০! বিজেপিকে তীব্র কটাক্ষ কুণালের
হাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেলে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধে ৬টায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান(IPL Inauguration) শুরু হওয়ার কথা। যেখানে পারফর্ম করবেন অভিনেত্রী দিশা পাটানি, গানে মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল এবং করণ। আর সঞ্চালনার দায়িত্বে খোদ শাহরুখ খান। সেই শো শেষ হলে সাড়ে ৭টায় খেলা শুরু হবে মাঠে। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সময় বরাদ্দ ঘণ্টা দেড়েক। রাত আটটা চল্লিশে খেলা শুরু করা গেলে পূর্ণ কুড়ি-কুড়ি চল্লিশ ওভারের ম্যাচ হওয়া সম্ভব। কিন্তু একবার সে সময় পেরিয়ে গেলে ওভার কাটা শুরু হয়ে যাবে। দল পিছু পাঁচ ওভারের খেলা করাতে হলে রাত ১০.৫৬-তে শুরু করানো আবশ্যক।

তবে আশাবাদী মাঠকর্মীরা। বৃষ্টি হলেও পুরোপুরি ম্যাচ যে ভেস্তে যাবে না, আত্মবিশ্বাসের সঙ্গেই তা জানিয়েছেন তাঁরা। বৃষ্টি থামলে ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করাতে পারেন। চারটে সুপারসপার মাঠে নেমে পড়তে তৈরি। সাম্প্রতিক অতীতেও মাঠ শুকনো করে দ্রুত ম্যাচ শুরু করার নজির রয়েছে ইডেনে। এবারও প্রস্তুতিতে বিন্দুমাত্র ত্রুটি রাখেনি কর্তৃপক্ষ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903351449717018771