কলকাতা: লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়। এদিকে মমতার লন্ডন সফর নিয়ে চলছে তড়িঘড়ি। কিন্তু এর মাঝে হিথরোর ঘটনার জেরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) লন্ডনের সফরসূচিতে বদল করা হল। শনিবার বিমানেই তিনি যাত্রা শুরু করবেন লন্ডনের উদ্দেশে।
Read More: গলা টিপে দেওয়ার হুমকি! মহিলাকে রুচিহীন আক্রমণ করে ফের বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ
এদিন কলকাতা বিমানবন্দর থেকে প্রথমে দুবাই তারপর সেখান থেকে পাড়ি দেবেন লন্ডন। শনিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে রাত ৮টা ২০ মিনিটের বিমানে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) মাঝরাতে পৌঁছবেন দুবাইতে। রবিবার ভোর ৩টে নাগাদ দুবাই থেকে লন্ডনে পাড়ি দেবেন। সেখানকার স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৭টা এবং ভারতীয় সময় অনুযায়ী, বেলা সাড়ে ১২টা-১টা নাগাদ লন্ডনে পৌঁছবেন মমতা।

উল্লেখ্য, ২২ তারিখ অর্থাৎ শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হিথরো বিমানবন্দরের বিপর্যয়ের জেরে শনিবারের সেই সফর পিছিয়ে যায় বলেই খবর। ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন বলেই জানা গিয়েছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার সন্ধে ৮টা ২০ মিনিটের বিমানে দুবাই হয়ে লন্ডন যাবেন মুখ্যমন্ত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903147885140771026
প্রসঙ্গত, শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার জেরে বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা। জানা যায়, এই বিপর্যয়ের জেরে শুক্রবার রাত পর্যন্ত সেখানে বিমান ওঠানামা করেনি। এর ফলে মমতার লন্ডন সফরে বদল আনা হল।