কলকাতা: শনিবার থেকেই শুরু হচ্ছে ক্রিকেটের জনপ্রিয় লিগ। আর এই লিগ তথা আইপিএলের(IPL 2025)প্রথম ম্যাচই রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাইভোল্টেজ ম্যাচের টিকিট ইতিমধ্যেই নিঃশেষ। এই অবস্থাতেই ম্যাচ দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের জন্য এবার বিশেষ বাস পরিষেবা। রাজ্য পরিবহন দফতর থেকে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।
Read More: মমতার ধর্মনিরপেক্ষ মনোভাবের প্রশংসা জানিয়ে চিঠি গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের
আইপিএলের(IPL 2025)প্রথমদিনেই ইডেন গার্ডেন্সে ক্রীড়াপ্রেমীদের ভিড় হতে চলেছে৷ আর সেইজন্যই যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয় সাধারণ মানুষের তাই বিশেষ বাসের ব্যবস্থা করল রাজ্য৷ জানা গিয়েছে, সবমিলিয়ে শহরের নানা দিকে ২৩টি বাস ছাড়বে ম্যাচের দিন। এসপ্ল্যানেড থেকে বাস ধরতে পারবেন ইডেনফেরত জনতা।

২৩টি বাসের ব্যবস্থা থাকবে এসপ্ল্যানেড থেকে। ঠাকুরপুকুর, নিউটাউন, ডানলপ, বালিগঞ্জ, গড়িয়া, হাওড়া, এয়ারপোর্ট, বারাসাত, নীলগঞ্জ, কামালগাজি, হরিদেবপুর, মন্দিরতলা, টিকিয়াপাড়া, টালিগঞ্জ, বেলেঘাটার মতো একাধিক এলাকায় যাবে বাসগুলি। খেলা শেষ হওয়ার পরেই বাসগুলি ছাড়বে ইডেনের লাগোয়া এলাকা থেকে। এই বাসের যে ভাড়ার তালিকা রয়েছে সেই অনুযায়ী ভাড়া দিতে হবে যাত্রীদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903076645420011602?s=19
উল্লেখ্য, আইপিএলে সাতটি ম্যাচ খেলা হবে ইডেনে। প্রত্যেক দিনই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে এসপ্ল্যানেড থেকে। ২২ মার্চ শনিবার, ৩ এপ্রিল বৃহস্পতিবার, ২১ এপ্রিল সোমবার, ২৬ এপ্রিল শনিবার, ৭মে বুধবার নাইটদের ম্যাচ রয়েছে। সেদিন মিলবে বিশেষ বাস। ২৩মে কোয়ালিফায়ার এবং ২৫মে ফাইনালের দিনও বিশেষ বাসের ব্যবস্থা থাকছে।