ডায়মন্ড হারবার : তিনি জননেতা। জনসাধারণের ‘কাছের মানুষ’। আমজনতার বিপদে-আপদে বারবারই মুশকিল আসান হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গরাজনীতির আঙিনায় সর্বজনবিদিত তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’। নতুন বছরের শুরুতে অভিষেকেরই উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকের জন্য শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’।(Sebashray )প্রান্তিক মানুষদের ভরসাস্থল হয়ে উঠেছে ‘সেবাশ্রয়’। বৃহস্পতিবার শেষ হল তা। আর ছুঁয়ে ফেলল সাফল্যের অনন্য নজির।
ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে ৭০ দিন ধরে দুশোরও বেশি ক্যাম্প ও ৫ দিনের মেগা-ক্যাম্প থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে স্বাস্থ্য পরিষেবা।(Sebashray )উপকৃত হয়েছেন প্রায় ১২.৩ লক্ষ মানুষ। সেবাশ্রয়ের লক্ষ্য ছিল, আর্থিক সীমাবদ্ধতা বা দূরত্বের কারণে কেউ যেন প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত না হন। বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে এই শিবিরের মাধ্যমে। এছাড়াও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ হার্ট সার্জারি, টিউমার সার্জারি থেকে শুরু করে জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পেয়েছেন বহু মানুষ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902790895696744958?s=19
উল্লেখ্য, কেবল দক্ষিণ ২৪ পরগনাই নয়, দূরদূরান্তের জেলা এমনকী ভিনরাজ্যের মানুষও সেবাশ্রয় শিবির থেকে সুলভে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। তিন মাস ধরে নিরলসভাবে কাজ করেছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা। ৭৫ দিনের ‘সেবাশ্রয়’-এ পরিষেবা পেয়েছেন মোট ১২ লক্ষ ৩৫ হাজার ৭৭৩ জন। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার ১৬২ জন রোগীর। বিনামূল্যে ওষুধ পেয়েছেন ১১ লক্ষ ২২ হাজার ১ জন। ২৯১টি সাধারণ স্বাস্থ্য শিবির ও ২৭০টি মেগাক্যাম্প থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে মোট ৬ হাজার ৪৭৬ জনকে।
