কলকাতা : অতিসম্প্রতিই নরওয়ের সর্বোচ্চ শিক্ষা-সমাজবিজ্ঞান-আইন-তাত্ত্বিক গবেষণার সম্মান ‘হলবার্গ’-এ ভূষিত হয়েছেন প্রবীণ বাঙালি সাহিত্যিক-দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার উত্তরে মমতাকে(Mamata Banerjee)সমর্থন জানিয়ে চিঠি পাঠালেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
Read More: অনলাইন কন্টেন্টের ওপর স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণ মোদী সরকারের! মামলা দায়ের মাস্কের সংস্থার
স্পিভাক লেখেন, গত চার দশক ধরে বাংলার অনগ্রসর জেলাগুলিতে দরিদ্র মানুষের গণতান্ত্রিক শিক্ষার প্রসারে তিনি নিবেদিত। মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)যে তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন, তা তাঁর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘ অবদানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আবেগাপ্লুত।

চিঠির শেষে তিনি জানান, ভারত ও বাংলার ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত এবং বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার প্রতি সমর্থন রয়েছে তাঁর। সাংবাদিকের প্রশ্নের উত্তরে গায়ত্রী স্পিভাকের চিঠির প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবারই চিঠিটি পেয়েছেন। অধ্যাপক স্পিভাক সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার সরকারের কাজকে স্বীকৃতি দেওয়ায় অভিভূত তিনি।
Link:https://x.com/ekhonkhobor18/status/1903073996356116583?s=19