প্রতিবেদন : তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা। শনিবার থেকেই শুরু হতে চলেছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের আগে ইডেন গার্ডেনসে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন বলিউড তারকারা। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিএবির কাছে অনুষ্ঠানের প্রাথমিক নির্ঘণ্ট পাঠানো হয়েছে। সেখানে বলিউড তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি থাকছে বিশেষ ড্রোন শো আর আতসবাজির প্রদর্শনীও।
এদিন সন্ধে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আইপিএলের পক্ষ থেকে দিশা পাটানি, শ্রেয়া ঘোষালদের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা উপস্থিত থাকবেন উদ্বোধনে। স্টেডিয়ামের প্রত্যেক গ্যালারির দর্শক যাতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য বিশেষ মঞ্চও তৈরি করা হচ্ছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “বিশেষ এক ওপেন স্টেজ তৈরি করা হবে। স্টেডিয়ামের সব গ্যালারির দর্শকদের অনুষ্ঠান দেখতে যাতে কোনও সমস্যা না হয়।”

পাশাপাশি, মাঠে তিরিশ গজ বৃত্তের বাইরে স্টেজ তৈরি হলেও পুরো ইডেন জুড়ে পারফর্ম করবেন পারফর্মাররা। শহরে তার ড্রেস রিহার্সালও শুরু হয়ে গিয়েছে। পাঁচশোর বেশি পারফর্মার চলে এসেছেন। দু’দিন ধরে নেতাজি ইন্ডোরে উদ্বোধনী অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল চলবে। বিসিসিআইয়ের তরফ থেকে ড্রোন শো-র ব্যাপারটা জানার পরই সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য। ইডেনে ড্রোন শো’র জন্য সেনাবাহিনীর অনুমতি দরকার। উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও বিশেষ পুলিশি অনুমতি নিচ্ছে সিএবি। কারণ বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সময় ফ্লাডলাইট বন্ধ রাখতে হবে। এর আগে ইডেনে লেজার শো’র সময়ও দেখা গিয়েছিল তা।
এছাড়া, গ্যালারির ৬৫ হাজার দর্শকদের জন্য বিশেষ চশমা আর রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামে প্রবেশের সময়ই যা দিয়ে দেওয়া হবে দর্শকদের। উদ্বোধনী অনুষ্ঠানের সময় দর্শকদের সেই চশমা আর ব্যান্ড পরতে হবে। চশমা আর ব্যান্ড, দুটোই নাকি বিশেষ প্রযুক্তিতে তৈরি হয়েছে। অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফরম্যান্সের সময় মিউজিকের সঙ্গে ওই বিশেষ চশমা আর ব্যান্ডে আলো জ্বলে উঠবে। এর আগে ডব্লুপিএলের সময়ও এটা করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে চশমা ছিল না। ছিল শুধু ব্যান্ড। এর আগে এত বড় উদ্বোধনী অনুষ্ঠান আইপিএলে হয়নি বলেই মনে করছেন সিএবি সভাপতি।