কলকাতা : আমজনতার বিপদে-আপদে বারবারই মুশকিল আসান হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)বঙ্গরাজনীতির আঙিনায় সর্বজনবিদিত তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’। আগেই জানিয়েছিলেন, তৃতীয়বার সাংসদ হওয়ার পরেই নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য কিছু করতে চান। সেই ভাবনা থেকেই ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু করেন তিনি। বৃহস্পতিবার শেষ হল তা। আর ছুঁয়ে ফেলল সাফল্যের অনন্য নজির। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে ৭০ দিন ধরে দুশোরও বেশি ক্যাম্প ও ৫ দিনের মেগা-ক্যাম্প থেকে লক্ষ লক্ষ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে স্বাস্থ্য পরিষেবা। ৭০ দিন টানা শিবিরের শেষে ৫ দিনের মেগাশিবির। ৭৫ দিন পূর্ণ হওয়ার পরেই সেবাশ্রয় নিয়ে আগেবঘন পোস্ট করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
Read More: অভিষেকের প্রশ্নের সদুত্তর পাওয়া গেল না মোদী সরকারের কাছে
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকে(Abhishek Banerjee)লেখেন, “এটি কেবল আমার নির্বাচনী এলাকা নয়। এটি আমার পরিবার। টানা তৃতীয়বারের মতো এবার আমাকে ৭.১ লক্ষ ভোটের ব্যবধানে জিতিয়ে তাঁদের সাংসদ নির্বাচিত করে, ডায়মন্ড হারবারের মানুষ আমার উপর এমন ঋণ চাপিয়ে দিয়েছেন যা আমি কখনই সত্যিই সেই অর্থে পরিশোধ করতে পারব না। তবে, আমি প্রতিদিন ঋণ পরিশোধের চেষ্টা করেছি।”

পাশাপাশি, অভিষেক জানান, “এভাবেই, #Sebaashray এর জন্ম। এটি অতি অসাধারণ যাত্রা ছিল। ৭৫ দিন ধরে, আমাদের ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক এবং সহায়তা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেবল স্বাস্থ্যই নয়, বরং অভাবী মানুষের হাসিও ফিরিয়ে এনেছেন। তাঁদের মুখে আনন্দ ফিরে আসা আমার সবচেয়ে বড় উপহার।” পোস্টটির শেষে আবেগ ফুটে উঠেছে তৃণমূল সাংসদের কথায়। “যতক্ষণ পর্যন্ত তাঁদের আশীর্বাদ থাকবে, আমি লড়াই করব। আমি চেষ্টা করব, তাঁদের জীবন উন্নত করার জন্য। প্রতিদিন কাজ করব। কারণ এটি কেবল আমার নির্বাচনী এলাকা নয়। এটি আমার পরিবার”, জানিয়েছেন অভিষেক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903130952769081494?s=19