কলকাতা: বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।(Kalbaisakhi )কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Read More: মমতার লন্ডন সফরে বিক্ষোভের ষড়যন্ত্র ছকছে বাম-অতিবাম-বিজেপি! দাবি কুণালের
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।(Kalbaisakhi )ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। কলকাতাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গায় সকাল থেকেই মুখ কালো করে রয়েছে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি পড়তে শুরু করেছে। সঙ্গে বইছে দমকা ঝোড়ো বাতাস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902676211505209795?s=19
আবার, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। আবহাওয়া অফিস সূত্রে খবর, ২০ ও ২১ তারিখে হুগলি,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইবে। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে এই হাওয়া বইতে পারে। সেই সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
শনিবার পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। ২৪ পরগনা, মেদিনীপুরেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই তিনটি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ তারিখে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃদ্ধির সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ঝোড়ো হাওয়ার কারণে এই ক’দিন সমুদ্র উত্তাল থাকতে পারে। উপকূলে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। শুক্রবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।