কলকাতা: চলতি সপ্তাহেই লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)সেখানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ রয়েছে তাঁর। সে নিয়েই বিরোধীদের কুৎসা শিখরে উঠেছে। এই আমন্ত্রণ আদতে মিথ্যে বলেও কুৎসা করছে রাম-বাম। এমনকি মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে। এমন খবরও আসছে। এবার সে সমস্ত চক্রান্তের উত্তর দিয়ে মমতা বললেন, “হিংসার কোনও ওষুধ নেই, কুৎসার কোনও ওষুধ নেই, ওদের ওষুধ মানুষের জবাব।”
Read More: সাকেতের প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে তেলেবেগুনে জ্বলে উঠলেন শাহ! তীব্র নিন্দা তৃণমূলের
বিদেশে থাকালীন মমতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে এই খবর নিয়ে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)এদিন বলেন, “তাহলে তো আমারই লাভ। পাবলিসিটি পাব। বিদেশ সফরে আমি ভারতের প্রতিনিধিত্ব করি। বাংলার হয়ে যাই। আমার অসম্মান মানে বাংলার অসম্মান। যাঁরা ডেকেছেন তাঁদের অপমান করা হবে।”

এরপরেই মুখ্যমন্ত্রী বিরোধীদের কড়া জবাব দিয়ে বলেন, “আগেও করেছে। ২০১৫ সালে করেছিল ‘১৬তে জবাব পেয়েছে। ২০২৫-এ করবে ‘২৬-এ জবাব পাবে। হিংসার কোনও ওষুধ নেই, কুৎসার কোনও ওষুধ নেই, চক্রান্তের কোনও ওষুধ নেই, এদের ওষুধ একটাই, মানুষের জবাব। মানুষ এদের উত্তর দেবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1902682210261741618?s=19
উল্লেখ্য, লন্ডনের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। সফরসঙ্গী মুখ্যসচিব মনোজ পন্থ। সফরের আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি তাঁর অনুপস্থিতিতে কীভাবে কাজ হবে সবটা ঠিক করে দেন। পাশাপাশি তাঁর লন্ডন সফরকে ঘিরে বিরোধীদের নিম্নরুচির কুৎসারও জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।