কলকাতা : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)নিজের সই করা জার্সি উপহার পাঠিয়েছিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। বুধবার আর্জেন্টিনা অধিনায়কের সেই উপহার তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর হাতে। এদিন একবালপুরে দাওয়াত-এ-ইফতারে মেসির শুভেচ্ছা বার্তা-সহ সই করা সেই জার্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন শতদ্রু দত্ত। আর্জেন্টিনা জাতীয় দলের এই জার্সিতে লেখা রয়েছে ‘দিদি’। স্প্যানিশ ভাষায় মেসির শুভেচ্ছাবার্তা ও সইও রয়েছে তাতে।
Read More: আসছে নয়া শিল্পনীতি, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
মেসির সঙ্গে কলকাতার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মাত্র এক ম্যাচের জন্য কলকাতায় পা রাখলেও, এই শহর থেকে তিনি যে ভালবাসা পেয়েছিলেন, সেটা আজও ভুলতে পারেননি লিও। ২০২২ বিশ্বকাপ জেতার পর ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে মেসি এখন মার্কিন মুলুকের বাসিন্দা। আমেরিকার ফুটবল লিগে ইন্টার মায়ামির হয়ে খেলেন তিনি।

সুদূর মায়ামি থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)জন্য শুভেচ্ছা বার্তা-সহ সই করা নিজেদের দেশের জার্সি উপহার হিসেবে পাঠিয়ে দিয়ে মেসি বুঝিয়ে দিলেন, কলকাতার প্রতি তাঁর ভালবাসা এখনও অমলিন। এর আগে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার পাঠিয়েছিলেন মেসি। সবুজ-মেরুনের প্রত্যেক ফুটবলার জন্য সই করে দিয়েছিলেন ওই জার্সিতে। এছাড়া বাংলার আরেক উজ্জ্বল ক্রীড়াব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যও সই করা জার্সি উপহার হিসাবে পাঠিয়েছেন এলএমটেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902665891806154845?s=19