কলকাতা : শুক্রবার সাতদিনের বিলেত সফরে রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)আর সেই সময় দলের দায়িত্ব কাদের হাতে থাকবে, তা ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই।
Read More : পাজামার দড়ি খুললেও তা ধর্ষণের চেষ্টা নয়! এলাহাবাদ হাইকোর্টের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সুপ্রিমো(Mamata Banerjee)জানান, তাঁর অনুপস্থিতিতে দলের যে কোনও প্রয়োজনে কর্মীরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দ্বারস্থ হতে পারেন। “আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবল থাকবে। তবুও যদি কোনও প্রয়োজন হয় তাই। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ওদের সঙ্গে অন্যরাও আছেন। তারাই দলকে দেখে রাখবেন”, বলেন মমতা।

পাশাপাশি, তাঁর কথায়, “এটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে, আসলে অনেক সময় প্রবলেম হয় তো, তখন কে কার সঙ্গে যোগাযোগ করবেন, এই ব্যাপারটা ম্যাটার হয়। কোনও প্রয়োজন হলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সিদ্ধান্ত নেবেন। কোনও পলিসিগত সিদ্ধান্ত নেওয়ার হলে আমাদের সঙ্গে কথা বলবেন।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1902727778442850591?s=19
মুখ্যমন্ত্রী এও জানান, তিনি লন্ডনে থাকাকালীন নবান্নের দায়িত্ব সামলাবেন রাজ্যের ৫ মন্ত্রী-মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। তাঁদের নিয়ে টাস্ক ফোর্স গড়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের নেতৃত্বে পুলিশকর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন দুই পুলিশকর্তা রাজীব কুমার ও মনোজ বর্মা। জেলাগুলির দায়িত্বও রয়েছে তাঁদেরই কাঁধে। সেইসঙ্গে তিন আমলা, নন্দিনী চক্রবর্তী (স্বরাষ্ট্রসচিব), প্রভাত মিশ্র ও বিবেক কুমারকেও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।