কলকাতা : জননেত্রী তিনি। জনগণের কাছের মানুষ, কাজের মানুষ। যে প্রতিশ্রুতি দেন, তা রাখতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)এবার তাঁর নির্দেশেই সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে সার্বিক উন্নয়ন ও বেড বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে হাসপাতালের উন্নয়নের খাতে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সন্দেশখালির বাসিন্দারা।
২০২৪-এর ডিসেম্বর মাসে সন্দেশখালি গিয়ে গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)সেই মতো এই হাসপাতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর ফলে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি গ্রামীণ হাসপতালের সার্বিক উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ৩০ শয্যার হাসপাতালে বেড সংখ্যা বেড়ে হবে ৬০। এই হাসপাতালে প্রসূতিদের জন্য এবার থেকে সিজারের ব্যবস্থা করা হচ্ছে। রয়েছেন পর্যাপ্ত অভিজ্ঞ চিকিৎসক। উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন সন্দেশখালি-সহ আশেপাশের মানুষ।

ইতিমধ্যেই সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে চিঠিতে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, হাসপাতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় স্বাভাবিকভাবেই পুলকিত ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে তিনি যে তা রাখেন তা আবারও প্রমাণিত হল।” সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ-সহ সুন্দরবনের একটি বড় অংশের মানুষ এই গ্রামীণ হাসপাতাল থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপর। এবার সেই তালিকায় যুক্ত হল সন্দেশখালির নাম।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902387699123941420?s=19