কলকাতা : বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)পদে শপথ নেওয়ার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন একাধিক প্রকল্পের সূচনা। রাজ্যজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে ‘কন্যাশ্রী’, ‘রূপ্রশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রভৃতি প্রকল্পগুলি। বিশ্বদরবারে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে ‘কন্যাশ্রী’। মহিলা-কেন্দ্রিক প্রকল্প ও উদ্যোগের জন্য বাংলা আজ গোটা বিশ্বের কাছে ‘মডেল’। সেই সূত্রেই লন্ডন থেকে আমন্ত্রণ এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। লন্ডনের মাটিতে তিনি তাঁর রাজনৈতিক লড়াই ও উন্নয়নের ইতিবৃত্ত শোনাবেন।
আগামী ২১ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা।(Mamata Banerjee)২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখবেন মমতা। পাশাপাশি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর লন্ডনের আর এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুইন মেরি ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের তরফেও আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

লন্ডনে নিজের বক্তৃতায় বাংলার নারী উন্নয়নের কথা সারা বিশ্বের কাছে দৃষ্টান্তস্বরূপ তুলে ধরবেন মমতা। শোনাবেন নিজের জীবন সংগ্রামের কাহিনীও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের পর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নবান্নে চিঠি এসেছে। কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রায় পঁয়ষট্টি শতাংশ পড়ুয়া কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সমাজের অনগ্রসর সম্প্রদায়ের। উচ্চশিক্ষার জন্য অদম্য লড়াই চালাচ্ছেন তাঁরা। তাই তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযুদ্ধের কথা তুলে ধরতে আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে অদম্য জেদ, আত্মবিশ্বাসের মাধ্যমে বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছেন, রাজ্যে মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়েছেন, তা পড়ুয়াদের জানা প্রয়োজন বলেই মনে করছেন তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902065041211547733?s=19