কলকাতা : একজন ছাত্র থাকলেও চালু থাকবে বিদ্যালয়। মঙ্গলবার বিধানসভায় বাজেট ভাষণে স্পষ্টতই তা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী(Education Minister)ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতিতেই বিশ্বাসী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Read More: ‘হিন্দু হিন্দু ভাই ভাই’- বিজেপির ‘ধর্ম’ অস্ত্রের বিরুদ্ধে শান্তির বার্তা মমতার
এদিন পড়ুয়া এবং শিক্ষকশূন্য স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ব্রাত্য বলেন, একজন পড়ুয়াও স্কুলে আসতে চাইলে, সেই সুযোগ দেওয়া সরকারের কর্তব্য। পড়ুয়া না-থাকলে প্রয়োজনে প্রচার চালিয়ে তাদের স্কুলে আনতে হবে। কোনও স্কুল বন্ধ হবে না। ছাত্র-ছাত্রীরা যাতে তাঁদের বাড়ির কাছে স্কুলে পড়তে পারে রাজ্য সরকার সেদিকে লক্ষ্য রাখে। একজন ছাত্র বা ছাত্রী যদি কোনও স্কুলে থাকে, তাকে পড়ানোর দায়িত্ব রাজ্য সরকারের।

রাজ্যের পড়ুয়াশূন্য স্কুলগুলি থেকে শিক্ষকদের অন্য স্কুলে বদলি, সারপ্লাস ট্রান্সফার, দু’টি স্কুলের সংযুক্তিকরণ নিয়ে রাজ্য সরকারের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে আদালত। কাজ শুরুও হয়েছে। শিক্ষামন্ত্রীর (Education Minister)কথায় আভাস মিলেছে, ‘ধীরে চলো’ নীতিই অবলম্বন করছে রাজ্য সরকার। বদলি বা সংযুক্তিকরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সে বিষয়গুলি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902379189988397299?s=19