নয়াদিল্লি : প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে জাতিদাঙ্গায় উত্তপ্ত বিজেপিশাসিত মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও ব্যর্থ শাসকদল। একটিবারের জন্য মণিপুরের যাননি প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, গত কয়েকবছর ধরে একাধিক ঘটনায় বেআব্রু হয়ে উঠেছে রেলের অব্যবস্থা ও অপদার্থতার চিত্র। সোমবার এই দুই প্রসঙ্গ তুলে রাজ্যসভায় এবং লোকসভায় কেন্দ্রকে(Modi government) তুলোধোনা করল তৃণমূল।
এদিন রাজ্যসভায় মণিপুরের বাজেট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁর অভিযোগ, ডবল ইঞ্জিন সরকারের নামে মণিপুরবাসীকে বিভ্রান্ত করেছে বিজেপি। আর্থিক বিকাশ এবং উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ২০১৭ এবং ২০২২ সালে মণিপুরে ক্ষমতায় এসেছে বিজেপি।(Modi government) কিন্তু সেখানকার মানুষ বিনিময়ে পেয়েছেন ভয়, উৎকণ্ঠা ও জীবনসংশয়। সুস্মিতা দেব প্রশ্ন তোলেন, “কন্টিনজেন্সি ফান্ডের নামে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল মণিপুরকে? আমরা যে বিশেষ প্যাকেজ দাবি করেছিলাম, তার কি হল? কন্টিনজেন্সি ফান্ড মানে তো, হঠাৎ জরুরি কোনও প্রয়োজনের জন্য। এই টাকায় মণিপুরের উন্নতি হবে?”

পাশাপাশি, লোকসভায় এদিন রেলের অব্যবস্থা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, রাজ্যের ১০১টি স্টেশনের আধুনিকীকরণ এবং ৩৭টি স্টেশনের পুনর্গঠন করা হবে বলে রেল ঘোষণা করলেও কাজের বিন্দুমাত্র অগ্রগতি চোখে পড়ছে না। এই প্রসঙ্গে মেদিনীপুর খড়গপুর এবং শালবনির কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901958090058072406