কলকাতা: ছাব্বিশের নির্বাচনের আগে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার রণনীতি সাজিয়েছে বিজেপি! এবার ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানকে সামনে রেখে ভোটব্যাংক ভরতে ধর্মের রাজনীতিকে অস্ত্র করেছে গেরুয়া শিবির। এবার সেই স্লোগানেরই প্রত্যুত্তর দিয়ে পোস্টার তৃণমূলের।(Trinamool) বিজেপির রাজনৈতিক কৌশলের নেপথ্যের চেহারাকে তুলে ধরল তৃণমূলের পোস্টারগুলি।
Read More: বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বৈঠকে চরম শোরগোল! দিলীপের নাম উঠতেই চিৎকার সুকান্ত-শুভেন্দুর
মঙ্গলবার বিধাননগর চত্বরে দেখা গেল তৃণমূলের (Trinamool)এই পোস্টারগুলি। ‘হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিংকে ফাইন খাই’ স্লোগান তুলে একাধিক পোস্টার ঘাসফুল শিবিরের। বিকাশ ভবনের উল্টোদিকে এবং করুণাময়ী মোড়ে এই পোস্টার দেখা যায়। পোস্টারের নিচে লেখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা’।

এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। তবে বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদের রাজনীতির পর্দাফাঁস করেছে তৃণমূলের এই পোস্টারগুলি। হিন্দুত্ববাদ নিয়ে এত প্রচার হলে কেন রান্নার গ্যাসের দাম হিন্দুদের জন্যও একই থাকে? আধার লিঙ্কের জন্য কেন হাজার টাকা করে জরিমানা করা হয়? সেই প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। বাংলা থেকে বিজেপির একাধিক সাংসদরাও রয়েছেন। তারপরও কেন বাঙালি পূর্ণমন্ত্রী নেই? সেই প্রশ্নও তোলা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901954388320477291
উল্লেখ্য, শুধু বিধাননগরই নয়, উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গাতেও এই পোস্টার, ব্যানার, হোর্ডিং দেখা গিয়েছে। এই বিষয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও সরব হয়েছেন।