কলকাতা : ওবিসি শংসাপত্র-সংক্রান্ত(OBC certificate) আইনি জটিলতার কারণেই রাজ্যে আটকে রয়েছে নিয়োগ। সোমবার ফুরফুরা শরিফ থেকে ফের এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার-নার্সদের নিয়োগ করা যাচ্ছে না।
Read More: আইপিএলের আগেই চোট-বিভ্রাট নাইট শিবিরে – পুরো মরসুম থেকে বাদ উমরান, দলে এলেন সাকারিয়া
২০২৪ সালের ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট(OBC certificate) বাতিল করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল, ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এর পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাই কোর্টের এই নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এ দিকে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ-তরুণীর চাকরি আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন ফুরফুরা শরিফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের এ কথা মনে করিয়ে দিলেন মমতা। বললেন, “ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সে জন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না।” পাশাপাশি, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং ১০০ শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকির নামে। হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক নার্স-সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901942185131692291