নয়াদিল্লি : ক্ষমতার আসার পর থেকেই একাধিকবার ছলে-বলে-কৌশলে ‘এক দেশ, এক নির্বাচন'(One Nation One Election) চালু করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার। এবং তা সম্পূর্ণ গণতন্ত্রের উল্টো পথে হেঁটেই। বিরোধীদের মতামতের বিলকুল তোয়াক্কা না করে ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করতে চায় তারা। এবার এই ‘এক দেশ এক ভোট’কে অসাংবিধানিক বললেন দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এবং কেন্দ্রের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জেপি শাহ।
Read More: মণিপুরের হিংসা ও রেলের অপদার্থতা নিয়ে কেন্দ্রকে তুলোধোনা তৃণমূলের
সোমবার বিতর্কিত বিলটির প্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে ১২ পাতার একটি নোট জমা দিয়েছেন জেপি শাহ। সেখানে তিনি প্রস্তাবিত ‘এক দেশ, এক ভোট'(One Nation One Election)কে আইনকে অসাংবিধানিক, গণতান্ত্রিক নীতি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘনকারী বলেও উল্লেখ করেছেন। সূত্রের খবর, সংসদীয় কমিটির কাছে প্রবীণ আইনজীবী হরিশ সালভে যুক্তি দিয়েছেন, প্রস্তাবিত আইনটি সাংবিধানিক প্রয়োজনীয়তা পূরণ করে। যদিও জেপি শাহ দাবি করেছেন, ‘এক দেশ এক ভোট’ বিলে অসংখ্য ভুল রয়েছে। তার মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন স্থগিত রাখার ক্ষমতা দেওয়া।

প্রসঙ্গত, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদী সরকার সংসদে ‘এক দেশ এক ভোট বিল’ পেশ করেছে। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে (জেপিসি)। ইতিমধ্যেই জেপিসির বৈঠক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে একসঙ্গে ‘এক দেশ এক ভোট’ নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো দলগুলি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901959632400130557