নয়াদিল্লি : এবার ওবিসি(OBC) নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিল শীর্ষ আদালত। আসন্ন তিন মাসের মধ্যেই নতুন করে সমীক্ষা করে প্রকাশিত হবে নতুন ওবিসি তালিকা। জুলাই মাসে নির্ধারিত হবে এই মামলার পরবর্তী শুনানির দিন।
Read More: মহাশূন্য থেকে অবশেষে পৃথিবীর পথে, মাস্কের রকেটে শীঘ্রই ঘরে ফিরছেন সুনীতা ও বুচ
সম্প্রতিই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, ওবিসি(OBC )সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জন্য নতুন করে সমীক্ষা করেই ফের স্পষ্ট করে দেওয়া হবে আদতে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া ওবিসি সম্প্রদায়গুলি মান্যতা পাওয়ার যোগ্য। ৭৭ টি ওবিসি সম্প্রদায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় ৭৭ টি সম্প্রদায়কেই তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেই মামলায় রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, কারা অনগ্রসর শ্রেণীভুক্ত হওয়ার যোগ্য, তা নিয়ে নতুন করে সমীক্ষা হবে। এই সমীক্ষা তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। ফলত এই মামলা তিন মাস পরে ফের আদালতে উঠতে পারে। আইনজীবীর সওয়ালে বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এজি মাসি-র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যদি সম্পূর্ণ সমীক্ষা নতুন করে হয় এবং তারপরে সুস্পষ্ট সংরক্ষণ প্রদান করা হয়, তাহলে এই সংরক্ষণ অনৈতিক বলে কারোর কোনও অভিযোগ থাকবে না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901981905018605568?s=19
আইনজীবীর বক্তব্য উল্লেখ করেই তিন মাস পরে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই শুনানি শেষে হালকাভাবে উল্লেখ করেন, ওবিসি সংরক্ষণ মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। যা বর্তমানে যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে, সমানভাবে রক্ষিত হবে সব পক্ষেরই অধিকার।