কলকাতা : এবার নরওয়ের সর্বোচ্চ শিক্ষা-সমাজবিজ্ঞান-আইন-তাত্ত্বিক গবেষণার সম্মান ‘হলবার্গ’-এ ভূষিত হলেন প্রবীণ বাঙালি সাহিত্যিক-দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আর্টস ও হিউম্যানিটিজের ‘নোবেল’ বলে পরিচিত এই পুরস্কার আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রীর অগণন স্বীকৃতি ও সম্মানের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হল। তাঁকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)সেই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নে গায়ত্রীর ধারাবাহিক অবদান।
Read More: মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডে আমন্ত্রণ নিয়ে মিথ্যাচার, রাম-বামের কুৎসার কড়া জবাব দিল তৃণমূল
এদিন সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)লেখেন, “সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় অভিনন্দন অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। এ বছর তিনি নরওয়ের হলবার্ক পুরস্কার অর্জন করেছেন, যা অন্যতম সর্বোচ্চ মানের সামাজিক ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া পুরস্কার হিসেবে গণ্য হয়। এই সর্বোচ্চ সম্মান লাভ করে তিনি আমাদের গর্বিত করেছেন।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1901894829921153512?s=19
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কথায়, “সাহিত্যের থিওরি ও দর্শনের ক্ষেত্রে অধ্যাপক স্পিভাকের অবদানের জন্য বহুল পরিচিত। কিন্তু আমি ওনার উপর মুগ্ধ বাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দরিদ্র মানুষের জন্য তাঁর দীর্ঘ ও সুদূরপ্রসারী স্বেচ্ছাশ্রমের জন্য। বাংলা সাহিত্যের সর্বকালের সেরা ধ্রুপদী সাহিত্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমার উষ্ণ আন্তরিক অভিনন্দন এই স্বনামধন্য গবেষককে।”

উল্লেখ্য, বিগত ২০১৭ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দু’শো বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভায় হিউম্যানিটিজ বা মানববিদ্যা নিয়ে জোরালো সওয়াল করেছিলেন গায়ত্রী। বলেছিলেন, “উচ্চশিক্ষায় হিউম্যানিটিজকে অনেক, অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। এক কথায় বলতে গেলে, মানববিদ্যা না থাকলে দেশের ভবিষ্যৎও শেষ।” মানববিদ্যার এই নিরলস ও নিষ্ঠাপরায়ণ চর্চাই জীবনের অন্যতম বড় সম্মান ও স্বীকৃতি এনে দিল তাঁকে।