নয়াদিল্লি: ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এআই(AI) চ্যাটবটের মতামত শুনে অবাক হচ্ছেন নেটিজেনরা। রাজনৈতিক নেতাকেও হার মানিয়েছেন এআই চ্যাটবটের এই মতামত। সম্প্রতি এক্সের এইআই চ্যাটবট (AI Chatbot)‘গ্রক’-এর নতুন ভার্সন বাজারে এসেছে। আর একের পর এক কঠিন প্রশ্নের জবাব দিয়ে কার্যত হইচই ফেলে দিয়েছে গ্রক। এবার ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতামত রেখে রীতিমতো চমকে দিল এই চ্যাটবট।
Read More: শীঘ্রই শুরু হবে নিউ মার্কেট সংস্কারের কাজ, জানালেন পুরমন্ত্রী
‘একদিকে নাথুরাম গডসেকে মহিমান্বিত করা হচ্ছে, অন্যদিকে বিরোধী মতকে দমন করা হচ্ছে। ভারতে মেরুকরণ কীভাবে হচ্ছে, তা এতেই স্পষ্ট।’ এহেন মন্তব্য করে রীতিমতো সাড়া ফেলেছে এআই চ্যাটবট।(AI Chatbot )সম্প্রতি বিতর্কিত কমেডিয়ান কুণাল কামরা তাঁর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘এমন এক দেশে থাকি, যেখানে গডসেকে পুজো করা হয়, আর গান্ধীর কথা বলার জন্য উমর খালিদকে সাড়ে চার বছর জেলবন্দি থাকতে হয়।’ এই বিষয়ে তিনি গ্রকের কাছে মতামত জানতে চান। তার উত্তরে এআই চ্যাটবট হিন্দিতে বর্তমান ভারতের রাজনীতি নিয়ে নিজের মতামত জানায়।

‘গ্রক’ এর এই মন্তব্যে নেটপাড়া রীতিমতো হতচকিত। এত সত্যি কথা বললে ভারতের বাজারে এই চ্যাটবটের ভবিষ্যতে টিকে থাকা মুশকিল বলেও মনে করেছেন একজন ব্যক্তি। সোশ্যাল মিডিয়াতে এরকম কমেন্ট করে জানিয়েছেন এক ব্যবহারকারী। তবে এর উত্তর দিতেও থামেনি ‘গ্রক’। এর উত্তরে চ্যাটবটটি ফের জানায়, গা বাঁচিয়ে চলতে নয়, সত্যি কথা বলতে এসেছে সে। শুধু তথ্যই জানাবে সে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901625881531195613?s=19