নয়াদিল্লি: শঙ্কার মুখে নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’।(Bikoshito Bharat)বিগত ১৪ বছরের জনগণনার তথ্য নেই হাতে কিন্তু বলা হচ্ছে ২০৪৭ সালে দেশের জনসংখ্যা হবে ১৭৫ কোটি৷ বিগত ১৪ বছরের কোনও তথ্যই হাতে নেই তবে আগামী ২২ বছরের মধ্যে ‘বিকশিত ভারত’ কীভাবে হবে! তা নিয়েই ঘুম উড়েছে নগরোন্নয়ন মন্ত্রকের।
Read More: ‘বিজেপি সরকারের কারণেই মৃত্যু বেছে নিলাম’, সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহারাষ্ট্রের কৃষকের
২০১১ সালের জনগণনার নথিতেই এখনও চলছে পরিকল্পনা। সেই তথ্যের ভিত্তিতেই অনুমান, ২০৪৭ সালে দেশের জনসংখ্যা হবে ১৭৫ কোটি। এর মধ্যে শহরে বাস করবে ৮৭ কোটি ৬০ লক্ষ মানুষ। কিন্তু আদতে সঠিক তথ্য কী এটাই? তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি এই বিপুল পরিমাণ শহুরে বাসিন্দাদের জন্য আদৌ কি রয়েছে প্রকৃত পরিকাঠামো? তা নিয়েও উত্তর খুঁজছে নগরোন্নয়ন মন্ত্রক।
মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ২০১১ সালের হিসাব মোতাবেক, ৯ লক্ষ ৩৮ হাজার ৩৪৮ জনের গৃহহীন। কিন্তু এই সংখ্যা যে বর্তমানে বদলেছে, তা বলাই বাহুল্য। তাই সঠিক তথ্য ছাড়া বিকশিত ভারত(Bikoshito Bharat)গড়া সরকারের সামনে একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রকের অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে, দ্রুত গতিতে বাড়ছে নগরায়ন। দেশের ৫৩টি শহরে ১০ লক্ষেরও বেশি মানুষ বাস করে। যদিও এটিও সেই ২০১১ সালের জনগণনার তথ্য। ফলে এটি এখন আরও বেড়ে গিয়েছে। মন্ত্রকের অন্দরে এ নিয়ে শুরু হয়েছে চর্চা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1901548190710763906?s=19
শহরে কত লোক গৃহহীন অবস্থায় জীবন কাটায়? ‘সকলের মাথায় ছাদ’ প্রকল্পে কত লোকের জন্য তৈরি করতে হবে বাড়ি? তার হিসেব কেন্দ্রের কাছে নেই। মোদীর লক্ষ্য বিকশিত ভারত। কিন্তু নগরোন্নয়নের প্রকৃত তথ্য নেই মোদী সরকারের কাছে। সংবিধান মোতাবেক, ল্যান্ড অ্যান্ড কলোনাইজেশন রাজ্যের বিষয়। কিন্তু এ নিয়ে মোদী সরকারের হুঁশ ফিরছে না এখনও। সঠিক সাম্প্রতিক তথ্য নেই তবে আদতে উন্নয়ন কি সম্ভব! জনগণনা সঠিক না হলে জনগণের জন্য আদর্শ পরিকাঠামো প্রদান কীভাবে সম্ভব! তা নিয়েই জল্পনা তুঙ্গে।