কলকাতা : শনিবার বিকেলেই ভোটার তালিকা(Voter List)স্ক্রুটিনি নিয়ে বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন স্ক্রুটিনি কমিটির অন্যতম সদস্য, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্য, সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতিরাও থাকবেন সেখানে।
Read More: ‘স্বাস্থ্যসাথী’তে নাম নথিভুক্ত হয়েছে ৮ কোটিরও বেশি, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
গত ৬ মার্চ তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে স্কুটিনি কমিটির প্রথম বৈঠক হয়। জেলা সভাপতিরাও সেদিন উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ঠিক হয়, শনিবার দ্বিতীয় বৈঠকটি হবে ভার্চুয়ালি। বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার এই ‘ভূতুড়ে’ ভোটার(Voter List)ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সম্মেলন থেকে এই ইস্যুতে গোটা দলকে ময়দানে নামার নির্দেশ দেন তিনি। কার্যত ছাব্বিশের বিধানসভা ভোটের লড়াইয়ের প্রস্তুতির সুর বেঁধে দেন তৃণমূল নেত্রী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900255169629327447?s=19
প্রসঙ্গত, মহারাষ্ট্র ও দিল্লির ভোটে যেভাবে জিতেছে বিজেপি, সেই সূত্রেই ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুটি প্রকাশ্যে আসে। এরপর মমতা দল ও জনসাধারণকে সতর্ক করেন। ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য স্ক্রুটিনি কমিটিও গড়ে দেন। তারপরই দিল্লি ও কলকাতায় নির্বাচন কমিশনের উপর চাপ তৈরির পাশাপাশি দলীয় স্তরেও এই নিয়ে তৎপরতা শুরু করে ঘাসফুল শিবির। শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কী বলেন এবং কী কী নির্দেশ দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে তামাম রাজনৈতিক মহল।