মুম্বই: সোমবার মহারাষ্ট্রে পেশ হয় রাজ্য বাজেট। এবার এই নতুন অর্থবর্ষের বাজেটে মহিলা ভাতায়(Ladki Bahin project) কোপ ফেলল দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বের সরকার। ‘লাড়কী বহীণ’ প্রকল্পে বাজেট বরাদ্দ কমাল মহারাষ্ট্র সরকার। গত অর্থবর্ষে একনাথ শিন্দের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার এই প্রকল্পের জন্য ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। এ বারের বাজেটে তা ১০ হাজার কোটি টাকা কমিয়ে আনা হয়েছে।
Read More: বেসরকারি স্কুলের বেলাগাম ফি বৃদ্ধি রুখতে বিধানসভায় নতুন বিল আনছে রাজ্য
মনে করা হচ্ছিল, নতুন অর্থবর্ষের বাজেটে ‘লাড়কী বহীণ’ প্রকল্পে(Ladki Bahin project) বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। কিন্তু এমন কোনও ঘোষণা নেই বাজেটে। সোমবার বাজেট বক্তৃতায় মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পওয়ার জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ‘লাড়কী বহীণ’ প্রকল্পে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে সমালোচনাতেও বিঁধেছেন শাসকশিবিরকে। ‘লাড়কী বহীণ’ প্রকল্পে প্রতিশ্রুতি মতো টাকা এখনও পর্যন্ত বর্ধিত না-হওয়া নিয়েও সরব হয়েছেন তিনি। এগুলিকে মহাজুটির ‘নির্বাচনী কৌশল’ বলেই মনে করছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899523802985566390
প্রসঙ্গত, বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচেই মহারাষ্ট্র এবং অন্যান্য বহু রাজ্যে মহিলা ভাতার প্রকল্প (Ladki Bahin project)চালু করা হয়।গত বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই প্রকল্প চালু করে শিন্দের নেতৃত্বাধীন জোট সরকার। প্রকল্পের আওতায় ২৫-৬৫ বছর বয়সি মহিলাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া শুরু করে মহারাষ্ট্রের সরকার। তবে এ নিয়ে এই বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে আশা থাকলেও তাতে কার্যত জল ঢেলে দিল ‘ডবল ইঞ্জিন’ সরকার।