গান্ধীনগর: বিজেপিশাসিত গুজরাটে(Gujarat)এবার ‘নরবলি’র অভিযোগ! ৫ বছরের মেয়েকে বাড়ি থেকে অপহরণ! অভিযোগের নিশানায় এক গ্রামবাসী। সোমবার গ্রামের মন্দিরের পাশ থেকে গলাকাটা দেহ উদ্ধার হয় ওই শিশুর। মন্দিরে রক্তের দাগ দেখে আতঙ্কিত গ্রামবাসীরা। এরপরেই নরবলির অভিযোগ ওঠে।
গুজরাটের(Gujarat) ছোটা উদেপুর জেলার পানেজ গ্রামে ওই বছর পাঁচেকের শিশুকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে গ্রামেরই বাসিন্দা লালা ভাই তাড়ভি-র বিরুদ্ধে। গলাকাটা দেহ উদ্ধার এবং মন্দিরের সিঁড়িতে রক্তের দাগ পাওয়ার পরেই এই নরবলির অভিযোগ ওঠে।
Read More:দুর্নীতি ফাঁসের মাশুল! – যোগীরাজ্যে সাংবাদিককে গুলিতে ঝাঁঝরা করে দিল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, শিশুটিকে বাড়ির সামনে থেকে অপহরণ করেন লালা। তার পর নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করেন বলে অভিযোগ। লালা ভাই তাড়ভিকে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার গৌরব আগরওয়াল জানিয়েছেন, শিশুটিকে কুড়ুল দিয়ে গলায় আঘাত করেন অভিযুক্ত। তার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলে সেই রক্ত সংগ্রহ করেন তিনি। তারপর তারই বাড়ির কাছে একটি মন্দিরে সেই রক্ত উৎসর্গ করেন। মন্দিরের সিঁড়িতে রক্ত দেখে গ্রামবাসীরা শিউরে ওঠেন। এরপর মন্দির থেকে কিছুটা দূরে শিশুটির দেহ উদ্ধার হয়। মন্দিরের কাছেই রক্তমাখা অস্ত্র নিয়ে দেখা যায় অভিযুক্তকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899474444395172330?s=19
এরপর গ্রামবাসীরা পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আপাতত পুলিশের ধারণা এটি একটি ‘নরবলি’রই ঘটনা। তবে শিশুটিকে খুনের নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।