প্রতিবেদন : রাজ্যজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘মা’ ক্যান্টিন।(Maa canteen) স্বল্প মূল্যের বিনিময়ে গরিব মানুষের পেট ভরাতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পথচলা আরম্ভ করে ‘মা’ ক্যান্টিন। হাতে গোনা কাউন্টার দিয়ে শুরু করার পর বর্তমানে কার্যত মহীরুহে পরিণত হয়েছে এই কর্মসূচি। এবার তার খাতে বরাদ্দ আরও বাড়াল রাজ্য।
Read More: পদ্ম পরিবারে ‘বেসুরো’ আরও ৮ বিধায়ক! – তাপসীতেই থামছে না বঙ্গ বিজেপির দুশ্চিন্তা
সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান পেশ করেছেন। তিনি জানান, বর্তমানে ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় চলছে ‘মা’ ক্যান্টিন।(Maa canteen) ৩৩টি মেডিক্যাল কলেজ ও কয়েকটি জেলা হাসপাতালেও এই ক্যান্টিন চালু রয়েছে। ২১ লক্ষের বেশি মানুষ প্রতি মাসে মা ক্যান্টিন থেকে ৫ টাকায় ডিম-ভাত খান। যার জন্য প্রায় ১২৯ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। প্রায় ৭ কোটি ২৯ লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই ক্যান্টিনে খাওয়াদাওয়া করেছেন। এই ক্যান্টিনগুলির মানোন্নয়নে আরও ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899518091161419890
উল্লেখ্য, মাত্র ৩২টি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল এই প্রকল্প।(Maa canteen) ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২১২টি। বর্তমানে রাজ্যে ‘মা ক্যান্টিন’-এর সংখ্যা ক্রমেই বাড়ছে। যেখানে একেবারে সামান্য খরচে দুপুরের খাবার খেতে পারেন মানুষ। প্রকল্পটি চালানো হচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়েই।