কলকাতা: উচ্চ রক্তচাপের সমস্যা দিন দিন বেড়েই চলেছে সাধারণের মধ্যে। এহেন পরিস্থিতিতে উচ্চ রক্তচাপ কমাতে বহুল ব্যবহৃত ওষুধ ‘টেলমা’ গ্রুপের ‘টেলমা এএম ৪০’ প্রায় সকলেই হয়ত ব্যবহার করেছেন। কিন্তু জানলে অবাক হবেন। এই ওষুধের গুণমান এখন প্রশ্নের মুখে। ওষুধের গুণমান নিয়ে সংশয় দেখা দিল স্বাস্থ্যদপ্তর(Health Department)-সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়ার পরে কড়াকড়ি ব্যবস্থা নিল স্বাস্থ্যভবন।
Read More: ফের উত্তাল বিধানসভা, কাগজ ছিঁড়ে ওয়াক আউট শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের
এই ওষুধ নিয়ে সতর্ক হল স্বাস্থ্যভবন। স্বাস্থ্য দফতরের(Health Department) তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল যেন এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর তার কিউ আর কোড স্ক্যান করে তবেই যেন জনসাধারণকে দেয়। এর পাশাপাশি হোলসেল ও রিটেল চেন যারা এই ওষুধগুলি সরাসরি মানুষকে বিক্রি করে থাকেন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড স্ক্যান করে তবেই বিক্রি করা হয়। যদি স্ক্যান করে দেখা যায় কোনও তথ্য মিলছে না, তাহলে ওষুধটি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ যদি জাল হয়, সেক্ষেত্রে কিউ আর কোড স্ক্যান করলে দেখাবে ‘Could not verified’।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899407942920888751?s=19
উল্লেখ্য, হাওড়ার আমতার মান্না এজেন্সি থেকে উদ্ধার হয় ব্লাড প্রেশারের ওষুধ টেলমা ‘এএম ৪০’ । এই ওষুধ সম্প্রতি গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয় বলে অভিযোগ। এরপরই ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে এ বিষয়ে চিঠি লিখে বিস্তারিত জানতে চায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেট। এর ভিত্তিতেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, সংশ্লিষ্ট ওই ওষুধটি নকল। ব্লাড প্রেশারের যে ওষুধ নকল করা হয়েছে, তার ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭। অর্থাৎ আসল ওষুধের সঙ্গে এই ওষুধের ব্যাচ নম্বরের হুবহু মিল রয়েছে। যার অর্থ ব্যাচ নম্বর জাল করা হয়েছে। ওষুধের গায়ে থাকা যে নাম লেখা রয়েছে সেখানেও দেখা যায় বানান ভুল রয়েছে ওষুধের। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনুযায়ী, ওষুধটি গুণগত মানে উত্তীর্ণ নয়। এই ঘটনার পরেই রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।