প্রতিবেদন : দোলযাত্রার(Holi) প্রাকলগ্নে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন’ বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌল। এবছর দোলযাত্রা পড়েছে শুক্রবার। ওই দিন মুসলিমদের বাড়ির বাইরে না বেরোনোর নিদান দিলেন হরিভূষণ। তাঁর বক্তব্য, হিন্দুদের নির্বিঘ্নে উৎসব পালনে ওই দিন মুসলিমদের বাড়ির বাইরে পা না রাখাই শ্রেয়। এর ফলে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে! বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। দোলে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়ক এত চিন্তিত কেন, প্রশ্ন তুলেছে আরজেডি।
Read More: স্পিকারের সঙ্গে অভব্য আচরণ করে সাসপেনশন, বিধানসভায় মার্শাল ডেকে বের করা হল ২ বিজেপি বিধায়ককে
এর আগেও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য একাধিকবার খবরের শিরোনামে এসেছেন মধুবনী জেলার বিসফি কেন্দ্রের বিধায়ক হরিভূষণ।সোমবার বিহার বিধানসভা চত্বরে সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, “বছরে ৫২টি জুম্মা (শুক্রবার) থাকে। এবছর এমনই এক দিনে দোল(Holi) পড়েছে। আমি মুসলিমদের আবেদন করতে চাই, তাদের উচিত হিন্দুদের উৎসব পালন করতে দেওয়া। কোনও কারণে গায়ে রঙ পড়লে তাঁরা যেন রাগ না করেন। যদি তাঁদের এতে সমস্যা থাকে তাহলে তাঁরা ঘরের বাইরে বেরোবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এটা খুবই জরুরি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899165977012765104?s=19
হরিভূষণকে তীব্র সমালোচনায় বিঁধেছেন আরজেডি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইসরাইল মনসুরাই। “উৎসব নিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে কখনই কোনও বিরোধ নেই। হিন্দুরাও আমাদের ইফতার পার্টিতে যায়। তাহলে দোলে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের এত চিন্তা কিসের জন্য? এই ধরনের লোকজন ক্ষুদ্র রাজনীতির স্বার্থে সাম্প্রদায়িক ঝামেলা উস্কে দেয় এবং নিজেদের সনাতন ধর্মের ধ্বজাধারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে”, সাফ জানান তিনি।