প্রতিবেদন : এককথায় অপ্রত্যাশিত বজ্রাঘাত! সকালেই ছিলেন বিজেপিতে।(Bengal BJP)আর দুপুরেই নাম লেখালেন ঘাসফুল শিবিরে।হলদিয়ার পদ্ম-বিধায়ক তাপসী মণ্ডলের এহেন উলটপুরাণে রীতিমতো হতভম্ব বঙ্গ বিজেপি। বিধানসভায় বিজেপি পরিষদীয় দল ভাবতেই পারেনি, এমন কিছু ঘটতে চলেছে।
Read More: মুখ্যমন্ত্রীর উদ্যোগে ১২ মার্চ বসন্ত উৎসব, ধনধান্যের মঞ্চ থেকে সম্প্রীতি ও সমন্বয়ের বার্তা
সোমবার ছিল বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন। সময়েই বিধানসভায় পৌঁছে বিজেপিরপরিষদীয় দলের ঘরে চলে এসেছিলেন তাপসী। অধিবেশন কক্ষে না গেলেও পরিষদীয় দলের ঘরে বসেই গল্প-গুজব করলেন দলের অন্য বিধায়কদের সঙ্গে। লাঞ্চও করলেন। দুপুর দেড়টা নাগাদ হঠাৎ উধাও তিনি! তারপর দেখা যায়, তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। ঘুণাক্ষরেও টের পাননি বিজেপি বিধায়করা।(Bengal BJP)
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধায়ক থাকলে জেলা সভাপতি হতে পারবেন না, তাই দল ছেড়েছেন তাপসী। আর সামনের বিধানসভা নির্বাচনে তাঁকে নাকি টিকিটও দেওয়া হত না। কয়েকদিন আগেই অবশ্য নিরাপত্তা রক্ষী ছেড়ে দিয়েছিলেন তাপসী। হোয়াটস অ্যাপের ডিপিও এদিন বদলে ফেলেছিলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899372885799755824?s=19
কেন তাপসী দল ছাড়লেন, তা নিয়ে বিজেপি(Bengal BJP)বিধায়কদের মধ্যে চর্চা চলেছে এদিন বিধানসভার অলিন্দে। কয়েকজন মনে করছেন, বেশ কিছুদিন ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল তাপসীর। তমলুকের সাংসদ শুভেন্দু ঘনিষ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও মতবিরোধ তৈরি হয়। তারপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, ছাব্বিশের ভোট হতে বাকি মাত্র এক বছর। তার আগে এখন থেকেই ভাঙন-কাঁটায় জর্জরিত বঙ্গ গেরুয়া শিবির। শীর্ষ নেতৃত্বের মাথাব্যথা বাড়ানোর জন্য যা যথেষ্ট বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।