প্রতিবেদন : সামনেই রঙের পার্বণ। রাজ্য সরকারের উদ্যোগে দোল ও হোলি উপলক্ষে বুধবার, ১২ মার্চ আয়োজিত হতে চলেছে বসন্ত উৎসব।(Basanta Utsab) ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে বসন্তের উদযাপন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মন্ত্রী-জনপ্রতিনিধি-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।
Read More: সাইবার প্রতারণা রুখতে নয়া শাখা, নতুন পদের প্রস্তাব লালবাজারের
উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার সর্বধর্ম সমন্বয়ের বার্তাই দেওয়া হবে। দোল উদযাপনের পাশাপাশি ধনধান্যে ওই অনুষ্ঠানে হোলি উৎসব ও ডান্ডিয়া নাচের আয়োজনও করা হবে। ৩৫ হাজারের বেশি মানুষ সশরীরে উপস্থিত থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া ‘নীল দিগন্তে ফুলের আগুন লাগল’ গানের মধ্যে দিয়ে উৎসবের(Basanta Utsab)সূচনা হবে। তারপরে একে একে নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন শিল্পীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899171444699078926?s=19
উল্লেখ্য এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও উদ্যোগে বসন্তোৎসবের(Basanta Utsab)আয়োজন করছে রাজ্য সরকার। রঙের এই উৎসবে থাকবে শান্তি ও সম্প্রীতি, বাংলার ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির বার্তা।