প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলায় ক্রমশ খুল্লমখুল্লা হয়ে পড়েছে বিজেপির সংগঠনের হতশ্রী পরিস্থিতি। বহুবারই দেখা গিয়েছে, লোক জোগাড় করতে হিমশিম খাচ্ছে পদ্মশিবির। এবার ফের দেখা গেল সেই পরিস্থিতি। দলের ছাত্র সংগঠন বলে কিছু নেই। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব জানান দিতে শেষ পর্যন্ত নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুর(Jadavpur) ইস্যুতে মিছিল করে নিজেদের মুখ পোড়ালেন শুভেন্দু অধিকারী!
Read More: ডিজিটাল লেনদেনে অনন্য নজির বাংলার – মমতার ধারেকাছে নেই কোনও ‘ডবল ইঞ্জিন’ রাজ্য
পাশাপাশি, নন্দীগ্রামে বাস সংগঠনের কাছ থেকে বাস ভাড়ায় চাওয়া হলে তাঁরাও চারটের বেশি বাস দিতে চাননি। সকালের জলখাবার, দুপুরের ভূরিভোজ, বিকেলের টিফিন। সঙ্গে কলকাতা ঘোরানোর প্রস্তাব। এসবের ঢালাও ব্যবস্থা করা হলেও বাস ভরাতে পারেনি বিজেপি।
বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের ১ নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। জানিয়েছেন, “বিজেপির এক মণ্ডল সভাপতি যাদবপুরের(Jadavpur) মিছিলের জন্য ফেসবুকে পোস্ট করে লোক জোগাড় করতে মাঠে নেমেছিল। শনিবার করা ওই পোস্টে লেখা হয়েছে, ‘রবিবার (আগামীকাল বলে লেখা) সকাল ছয়টায় নন্দীগ্রাম মণ্ডল ১-এর পক্ষ থেকে মহম্মদপুর পাকার ব্রিজ, শ্রীপুর, টেঙ্গুয়া হইতে বাস ছাড়বে। সবাইকে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাই’। তবেই বুঝুন। বিজেপির সংগঠনের অতি করুণ অবস্থা একেবারে প্রকাশ্যে এল এই ঘটনার মধ্যে দিয়ে। যাদের যাদবপুরে মিছিল করার লোক জোটে না তারা আবার বাংলায় ক্ষমতা দখলের খোয়াব দেখে!”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899014838380364043
শুভেন্দু অধিকারীর এহেন কাজকর্ম দেখে বিজেপির অন্দরেই সমালোচনার ঝড় উঠেছে। দলের অন্দরেরই চলছে নিন্দা। কলকাতাতেই যখন লোক নেই তখন কী ভেবে নন্দীগ্রাম থেকে লোক এনে মিছিল করতে গেলেন শুভেন্দু? এই প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে। দলের বড় অংশই কার্যত তিতিবিরক্ত।