কলকাতা : এবার শহরের দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য নতুন সুখবর আনল কলকাতা পুরসভা।(Kolkata Municipal Corporation) নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে তারা। এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।আলিপুর-চেতলা অঞ্চলের সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবনে এই ২টি স্কুল চালু হবে। আপাতত নার্সিং ট্রেনিং স্কুল শুরু হবে। পরে শুরু করা হবে প্যারা-মেডিকেল কোর্স। এই ধরনের ট্রেনিং স্কুল খুলতে উৎসাহী মেয়র ফিরহাদ হাকিম।
Read More: ডক্টরস ফ্রন্টের তহবিলের হিসাব পেশ নিয়ে বেফাঁস মন্তব্য! কটাক্ষের মুখে অনিকেত মাহাতো
পুরসভার (Kolkata Municipal Corporation)একটি পাঁচতলা ভবন পড়েছিল সব্জিবাগানে। এবিষয়ে সেই বিল্ডিংকেই কাজে লাগানো হচ্ছে। পিপিপি মডেলে শুরু হবে নার্সিং ট্রেনিং স্কুল। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। ৩৩ শতাংশ আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে। কেবল যাঁরা সেখানে থেকে পড়াশোনা করবেন, তাঁদের থাকার ও খাবার খরচ বহন করতে হবে। বাকি আসনেও ইচ্ছেমতো ফি নিতে পারবে না সংশ্লিষ্ট সংস্থা। ফি যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকে, তাও নিশ্চিত করবে পুরসভা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899041308641222955
পাশাপাশি, প্যারা-মেডিকেল বিভাগে মূলত তিন ধরনের প্রশিক্ষণ অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি-র সুযোগ থাকবে। প্রতিটি ক্ষেত্রেই ৪০টি করে আসন থাকবে। এখানেও নার্সিং ট্রেনিং স্কুলের মতো নির্দিষ্ট আসন পুরসভার(Kolkata Municipal Corporation) জন্য বরাদ্দ থাকবে। সেই আসনগুলিতে যাঁরা ভর্তি হবেন, তাঁরা নিখরচায় পড়তে পারবেন। সংশ্লিষ্ট সংস্থাকে পুরসভার নির্দিষ্ট করে দেওয়া ফি নিতে হবে বাকি আসনেও।