কলকাতা : দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের ছাড়পত্র দেওয়া হল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে।(Joymalya Bagchi) সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানাল কেন্দ্রের আইনমন্ত্রক। এরপরই জয়মাল্য বাগচীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: শুভেন্দুর গড়ে ভাঙন – তৃণমূলে যোগ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের
নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, “এই সিদ্ধান্ত আমাদের গর্বিত করে। বিচারপতি জয়মাল্য বাগচীকে(Joymalya Bagchi) অভিনন্দন। ভারতের রাষ্ট্রপতি তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি বাগচীর ভবিষ্যৎ গৌরবময় ইনিংসের জন্য শুভেচ্ছা।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899066216532324709
বিগত ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন জয়মাল্য বাগচী।(Joymalya Bagchi) ১৩ বছরেরও বেশি সময় উচ্চ আদালতে বিচার ভার সামলানোর পর পা রাখতে চলেছেন সুপ্রিম কোর্টে। ছ’বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে থাকবেন তিনি। ফলত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ারও সম্ভাবনা রয়েছে জয়মাল্য বাগচীর।