প্রতিবেদন : রাজ্যজুড়ে সমবায় নির্বাচনগুলিতে(co operative election) অব্যাহত সবুজ-ঝড়। রবিবার ভগবানপুর ১ ব্লকের পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেটস নির্বাচন ছিল। বিপুল জয় পেল তৃণমূল। মোট আসন ৫১টির ৪৪টিই জিতে নেন তৃণমূল প্রার্থীরা। বাকি ৭ আসন যায় বিজেপি ও বামেদের ঝুলিতে। রবিবার বিকেলে নির্বাচনে জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির নিয়ে জয়ের উদযাপনে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
Read More: নীতিশের দলবদলের সম্ভাবনা! আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিহারের সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে
জানা গিয়েছে, এই সমবায় সমিতির(co operative election) মেয়াদ শেষ হয়ে যায় প্রায় দেড় বছর আগে। তবে আগেও এই সমবায় ছিল তৃণমূলের হাতে। এই সমবায়টি মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েতের অধীন। ওই অঞ্চলটিও বর্তমানে তৃণমূলের দখলে। সমবায়ে মনোনয়ন পর্বে একটি আসনে জয়ী হয় তৃণমূল। রবিবার বাকি ৫০টি আসনের ভোট হয়। যার ৪৩টিই পায় ঘাসফুল শিবির।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899029110099505623
এই সমবায়ের মোট ভোটার ১২৫৬। ভোট পড়ে ৯০%। এই এলাকাটি এক সময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল। তারা যে ক্রমশ পায়ের তলার জমি হারাচ্ছে, তা স্পষ্ট। রবিবার জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ভগবানপুর ১ ব্লক তৃণমূল সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পন্ডা, ব্লক যুব তৃণমূল সভাপতি সৌরভকান্তি বেরা-সহ অন্যরা। ‘‘এর থেকে প্রমাণ, মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। রাজ্যে যেভাবে ঢেলে উন্নয়ন হচ্ছে তাতে তৃণমূলের বিকল্প নেই’’, জানিয়েছেন অরূপসুন্দর পণ্ডা।