প্রতিবেদন : ফের বড়সড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি। আর এবার তা খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকেই। গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার(Haldia) বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন তিনি।
Read More: বিধানসভার আগেই বিজেপির নয়া কেন্দ্রীয় নেতা! মঙ্গলের প্রস্থানে নড়বড়ে ‘জুটি’ বাংলায়
শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য ছিলেন তাপসী। দ্বিতীয়ত, তিনি শুভেন্দুর নিজের জেলার নেত্রী এবং বিধায়ক। তাপসী একটা সময়ে ছিলেন সিপিএমে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ্যে তৃণমূলের জয়জয়কার, সেই নির্বাচনে তাপসী কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া(Haldia) আসনটিতে জেতেন। তার পরে তিনি সেই শুভেন্দুর হাত ধরেই দলবদল করেন। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। তাপসী বিজেপিতে যান সিপিএম ছেড়ে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899042372706816418
বিগত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া(Haldia) থেকে বিজেপির টিকিটে লড়েন। আবার জয়ী হন। এত দিন শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্তেই তাঁকে দেখা গিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যখন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তখন তাঁর আস্থাভাজন তাপসীই দল ছেড়ে চলে গেলেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই প্রবল অস্বস্তিতে বঙ্গ বিজেপি।