প্রতিবেদন : ফের প্রকাশ্যে এল রেলের গাফিলতি। রবিবার সাতসকালে চন্দ্রকোনা রোডে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চন্দ্রকোনা রোডে কয়লা বোঝাই একটি মালগাড়ি।(Goods train) এদিন সকাল আটটা নাগাদ কয়লা বোঝাই ওই মালগাড়িটি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। চন্দ্রকোনা পেরোনোর পরই মালগাড়িটির বগি খুলে থেকে যায়। সামনের দিকে চলে যায় ইঞ্জিনটি।
Read More: ভগবানপুরে সমবায় ভোটে জয়জয়কার তৃণমূলের – সবুজ ঝড়ে কুপোকাত রাম-বাম
ইঞ্জিনটি(Goods train) অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর চালক জানতে পারেন, ইঞ্জিন-সহ পাঁচটি বগি অনেক দূর চলে এসেছে। রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খুলে যাওয়া বগিগুলিকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে ফের গাড়ি ছাড়া হয়। ফলে মাঝপথে আটকে পড়ে বেশ কিছু দূরপাল্লার এবং লোকাল ট্রেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899030650214048188
স্থানীয় সূত্রে জানা যায়, ২২টি বগি পিছনে ফেলে ৫টি বগি নিয়ে ইঞ্জিনটি(Goods train) আগের দিকে এগিয়ে যায়। এই কারণে এই লাইনের যাত্রীবাহী ট্রেনগুলি অনেকটাই দেরিতে চলে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় একাধিক ট্রেনকে। ঘটনার পর পরই রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে কোনও উত্তর দিতে চাননি তাঁরা।