প্রতিবেদন : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সৈকতশহর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে বহুপ্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের।(Jagannath temple) তা ঘিরেই দিঘায় এখন সাজো সাজো রব। জগন্নাথধাম উদ্বোধন এবং তার পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় সামাল দেওয়া, নিরাপত্তা ও নজরদারিতে বিশেষভাবে জোর দিচ্ছে জেলা পুলিশ। নির্মীয়মাণ জগন্নাথধামের পাশে সম্প্রতি জেলা পরিষদের গেস্টহাউসে পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। আপাতত দু’জন এএসআই ও ১১ জন কনস্টেবলকে সেখানে নিযুক্ত করা হয়েছে। জগন্নাথধামের ভিতরে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকছেন ওই পুলিশকর্মীরা।
Read More: বিজেপিশাসিত রাজস্থানে পুলিশের বুটে মাথা থেঁতলে মৃত্যু ১ মাসের শিশুর, আতঙ্কে ভুগছেন সংখ্যালঘুরা
গতবছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথধাম(Jagannath temple) নির্মাণের কাজকর্ম পরিদর্শনে এসে পাশেই অবস্থিত ওই গেস্টহাউসে পুলিস ক্যাম্প চালু করার কথা বলে গিয়েছিলেন। ভিড় নিয়ন্ত্রণ, নজরদারি, দর্শনার্থীদের নিরাপত্তা, সর্বোপরি তাঁরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেকথা মাথায় রেখে এই ক্যাম্প তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। এই পুলিশ ক্যাম্পে এখন দু’জন এএসআই এবং ১১ জন কনস্টেবলকে নিযুক্ত করা হয়েছে। দিঘা থানা থাকলেও নিরাপত্তার স্বার্থে।এই ক্যাম্পের বিশেষ প্রয়োজন ছিল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899049981870530784
এপ্রসঙ্গে ডিএসপি (ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো পুলিশ ক্যাম্পটি চালু করা হয়েছে। কয়েকদিন আগেই মন্দির(Jagannath temple) এলাকার নিরাপত্তা-সহ সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আসেন ডিজি রাজীব কুমারের নেতৃত্বে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। সবকিছু ঘুরে দেখার পাশাপাশি পুলিশ ক্যাম্প সম্পর্কেও খোঁজখবর নেন তাঁরা।