কলকাতা: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে দেশের অসংগঠিত শিল্পক্ষেত্রের উপর সমীক্ষা করা হয়। সেখানেই দেখা গিয়েছে, মহিলাদের নেতৃত্বেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জাতীয় স্তরে সেরার শিরোপা পেল বাংলা। জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্টের এই তথ্য তুলে ধরেই সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Chief Minister)
Read More: চন্দ্রকোনায় বগি ফেলে এগোল মালগাড়ি! – ফের প্রশ্নের মুখে রেল
আন্তর্জাতিক নারী দিবসের ঠিক পরের দিনই এই রিপোর্ট নিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী।(Chief Minister) এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লিখেছেন, ”জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্ট অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থান লাভ করেছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আমাদের রাজ্যের মহিলাদের অবদানও অসামান্য।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899032411167449213
এই বার্ষিক রিপোর্টে দেখা গিয়েছে, অংসগঠিত ক্ষুদ্র, মাঝারি শিল্প, স্বনির্ভর ও স্বনিযুক্তি ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছে বাংলা। উৎপাদন শিল্পে কর্মসংস্থানে বাংলা শীর্ষে। দেশের মধ্যে উৎপাদন এবং অন্যান্য কাজে বাংলায় কর্মী সংখ্যাই সবচেয়ে বেশি। এছাড়া শিল্পোদ্যোগের ক্ষেত্রেও বাংলায় এগিয়ে নারীরা। তাঁদের নেতৃত্বে বহু অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হয়েছে। মহিলা কর্মীর সংখ্যাও সেখানে রেকর্ড। এবার কেন্দ্রের এই রিপোর্ট সম্পর্কে তথ্য সামনে এনে সোশ্যাল মিডিয়াতে বাংলায় নারীদের অগ্রগতির কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Chief Minister)