কলকাতা: গত পয়লা মার্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়(jadavpur university) নিয়ে রাজনৈতিকি চাপানউতোর বেড়েই চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। এমনকি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও শারীরিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এর মধ্যেই এবার উত্তপ্র পরিস্থিতিতে ‘আজাদ কাশ্মীর’-এর স্লোগান যাদবপুরের দেওয়ালে। এই দেওয়াল লিখনের নিচে লেখা রয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম। এই স্লোগান নিয়ে এবার বিতর্ক তুঙ্গে।
একদিকে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, উপাচার্যকে হেনস্থার অভিযোগ। অন্যদিকে ব্রাত্য বসুর গাড়িতে পড়ুয়া আহত! এই অভিযোগের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(jadavpur university) পরিস্থিতি নিয়ে বারবার বিতর্ক সামনে আসছিল। পূর্বেও এই বিশ্ববিস্যালয়কে ঘিরে উত্তেজনা ছড়ায় একাধিকবার। এহেন উত্তেজনার মধ্যেই এবার ক্যাম্পাসের দেওয়ালে দেখা যাচ্ছে ‘আজাদ কাশ্মীর’এর দাবি তুলে স্লোগান। শুধু তাই নয়, মুক্ত প্যালেস্তাইনের দাবি তুলেও স্লোগান দেখা গিয়েছে যাদবপুরে। এই স্লোগান আগেও দেখা গিয়েছিল আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরের এই স্লোগানের নীচেই লেখা রয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম। এই স্লোগান চোখে পড়তেই বিতর্ক চরম রূপ নিয়েছে।
Read More: বিধানসভার আগেই বিজেপির নয়া কেন্দ্রীয় নেতা! মঙ্গলের প্রস্থানে নড়বড়ে ‘জুটি’ বাংলায়
আজাদ কাশ্মীরের দেওয়াল লিখন নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ বাম যোগকে উড়িয়ে দিলেও কিন্তু রাজনৈতিক মহলে এ নিয়ে চর্চা থামছে না। আবার গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়(jadavpur university) নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জেএনইউ প্রসঙ্গ টেনে বলেন, দেশবিরোধীদের কীভাবে ঠান্ডা করতে হয়, জেএনইউতে তাঁরা দেখিয়ে দিয়েছেন। তিনি এদিন আরও বলেন, “যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া। ক্যাম্পাসের ভিতরে কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। কিছু পুরনো লোক রয়েছে, যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর যারা নতুন ছেলেমেয়েরা যায়, তাদের ওখানে মাথা খাওয়া হয়। দিল্লিতে ওরকম চলেছিল, আজ হিম্মত নেই কিছু করার”।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899054497789538672