কলকাতা: ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এই ভুয়ো ভোটারদের(fake voters) চিহ্নিত করে তালিকার সংশোধন নিয়ে তড়িঘড়ি উদ্যোগ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মেই ৬ মার্চ তৃণমূল ভবনে কমিটি গঠন করে সেন মমতা। এরপরেই তৃণমূলের দ্বিতীয় বৈঠক হতে চলেছে। নতুন একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ১৫ মার্চ ১৫ মার্চই বিকেল ৪টেয় ওই ভার্চুয়াল বৈঠক হবে।
Read More: নন্দীগ্রাম থেকে কলকাতায় লোক এনেও মিছিল ভরাতে ব্যর্থ শুভেন্দু! – বেআব্রু বিজেপির বেহাল সংগঠন
প্রথমে ৬ মার্চের বৈঠকের পর জানানো হিয়, ১৬ মার্চ এই সংক্রান্ত দ্বিতীয় বৈঠক সংঘটিত হবে। তবে এবার সেই নির্দেশিকাকে বদলে ১৫ মার্চই বৈঠকের দিন ঠিক করা হয়েছে। এদিন জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে খবর। দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কোর কমিটির সদসস্যরা ছাড়াও জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যান এবং শাখা সংগঠনের প্রধানরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899025096184147981
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় প্রথম এই ভুতুড়ে ভোটার(fake voters) প্রসঙ্গ তোলেন। এরপর ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা ‘ভূত’ মুক্ত করতে তৎপর হয় তৃণমূল। নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন মমতা। গেরুয়া শিবির ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের এর নির্বাচন জেতার চেষ্টা করছে, এমনই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কাজে নির্বাচন কমিশনের মদত পাচ্ছে বিজেপি। এহেন অভিযোগ তুলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং ভোটার তালিকা সংশোধনের জন্য কমিটি গঠন করে দেন মমতা। এরপর ফের দ্বিতীয় বৈঠকে বসতে চলেছে তৃণমূল।