জয়পুর: তল্লাশির নাম করে ঝুপড়িতে ঢুকে মর্মান্তিক ঘটনা ঘটাল পুলিশ! দিনমজুরের ঝুপড়িতে ঢুকে পড়ে এক মাসের শিশুর মাথা বুটের তলায় পিষে দিল পুলিশ। এবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের(Rajasthan) অলওয়ালের নউগাঁও থানার রঘুনাথগড় গ্রামে। কয়েকদিন আগের এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। দোষী পুলিশের শাস্তির পাশাপাশি পরিবারটির ক্ষতিপূরণের দাবিও উঠেছে। কার্যত মুখে কুলুপ এঁটেছে বিজেপিশাসিত এই রাজ্যের পুলিশ।
Read More: প্রতিশ্রুতি ১৩৮ কোটির! সোনা পাচারে ধৃত কন্নড় অভিনেত্রীর সংস্থাকে জমি বরাদ্দ প্রাক্তন বিজেপির সরকারের
জানা গিয়েছে, চাপের মুখে পড়ে সেদিনের তল্লাশিতে থাকা পুলিশদের সকলকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তবে কোন পুলিশের বুটের নীচে চাপা পড়ে এক মাসের শিশুটির মৃত্যু হয়েছে, তা নিয়ে কোনও তথ্য সামনে আনছে না পুলিশ। অজ্ঞাতপরিচয় পুলিশদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। বিরোধীদের ও পরিবারের দাবি, মূল অপরাধীকে আড়াল করতে এই চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এবং পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বিজেপিশাসিত রাজস্থানের(Rajasthan) বিভিন্ন গ্রামে সংখ্যালঘুদের নানা ভাবে নিত্য দিন হেনস্থা করা হয়। আতঙ্কে থাকেন সংখ্যালঘুরা। শিশুটি মারা না গেলে এই ঘটনাটিও চাপা পড়ে যেত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899042372706816418
উল্লেখ্য, মার্চ মাসের শুরুর দিকেই এই মর্মান্তি ঘটনার সাক্ষী থাকে রঘুনাথগড়। একটি সাইবার অপরাধের মামলার তল্লাশিতে ভোররাতে নউগাঁও থানার একদল পুলিশ হানা দেয়। এই সময়েই দিনমজুর ইমরান খানের ঝুপড়িতে ঢুকে তল্লাশি চালাতে যায় পুলিশ। সাইবার অপরাধের বড় জালের সঙ্গে ইমরানের যোগ! এই সন্দেহেই তল্লাশি চালানো হয় তার ঝুপড়িতে।
এরপরেই ইমরান, তার স্ত্রী রাজ়িদা এবং দুই সন্তানকে ঝুপড়ির বাইরে বার করে হেড কনস্টেবল গিরিধারী ও জগবীরের নেতৃত্বে ভিতরে ঢোকে সুনীল, ঋষি ও সাহিদ নামের তিন কনস্টেবল। সে সময় বিছানায় ঘুমোচ্ছিল ইমরান ও রাজ়িদার এক মাসের কন্যাসন্তান আলিসবা। তল্লাশির সময় ওই পুলিশদেরই একজন ভারী বুট সমেত দাঁড়িয়ে পড়ে আলিসবার মাথার উপরে। কোনও শব্দ করার আগেই মাথা থেঁতলে বিছানাতেই মারা যায় ওই শিশু।