Higher Secondary Education Council: ৩ মার্চ থেকেই শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে ১৮ মার্চ শেষ হতে চলেছে পরীক্ষা। আগামী বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। তবে এ বছরের পরীক্ষার পরে ফলপ্রকাশ কবে হবে তা নিয়ে প্রশ্ন ছিল পরীক্ষার্থীদের মনে। এবার তা-র উত্তর দিয়ে কবে ফলপ্রকাশ হবে তা জানালেন সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
Read More: মমতার চাপে নতি স্বীকার নির্বাচন কমিশনের – শীঘ্রই সংশোধিত হবে ভোটার তালিকা
পরীক্ষা শেষের আগেই ফলপ্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহেই উচ্চমাধ্যমিকের ফল বেরোতে পারে। এদিন বীরভূমের সিউড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ-সভাপতি এই কথাই জানিয়েছেন।

সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে। ডিজিট্যাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1898273576618541551