কলকাতা: একদিকে দোলযাত্রা অন্যদিকে রমজান। আগামী সপ্তাহের শুক্রবারই দোলযাত্রা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোল এবং রমজান নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীকে। সব সম্প্রদায়ের মানুষ যাতে নিজেদের উৎসব পালন করতে পারে তা নিয়েই এবার তৎপর হয়েছে লালবাজার। লালবাজারের (Lalbazar) পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। থানাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশকর্তারা।
Read More: রাজ্যের উদ্যোগে মঙ্গলাহাটে মার্কেট কমপ্লেক্স তৈরির তোড়জোড় – শীঘ্রই শুরু মাটি পরীক্ষা
জানা গিয়েছে, থানাগুলি নিজের নিজের এলাকায় সব প্রতিনিধিদের নিয়ে সমন্বয় বৈঠক এবং বিট বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কিছু থানা ওই বৈঠক করেছে। বাকিরা সামনের সপ্তাহে তা করবে। সতর্কতার সঙ্গে লালবাজার দোল-হোলি ও রমজান একইসঙ্গে সুষ্ঠুভাবে পালন যাতে করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময়ে দুষ্কৃতীরা যাতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটাতে না পারে, তার জন্য পুলিশ আগে থেকেই সতর্ক হয়েছে। নগরপাল মনোজ বর্মা তাঁর মাসিক অপরাধ দমন বৈঠকে বাহিনীকে তা নিয়ে সতর্ক থাকতে বলেছেন। জানা যাচ্ছে, কোনও অনুষ্ঠানেই যাতে কোনও অশান্তি না হয়, তার জন্যই সব দলের বা সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছেন থানার আধিকারিকেরা। এ ছাড়া, সংবেদনশীল বিভিন্ন জায়গায় পুলিশের বাহিনী টহল দেবে আগের দিন থেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1898311221952057654