প্রতিবেদন : আন্তর্জাতিক নারী দিবসে(international womens day) শহরের মহিলাদের জন্য সাইবার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে হাঁটল কলকাতা পুলিশ। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে তার লাগামছাড়া অপব্যবহারও। ভার্চুয়াল দুনিয়ায় এখন মাথাব্যথার কারণ ক্রমবর্ধমান সাইবার অপরাধ। সাইবার নিরাপত্তা আরও শক্তপোক্ত করতে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।
Read More: বিজেপির ভোটমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান স্ট্যালিনের
এই বিভাগে ডিসির উপর আসছেন যুগ্ম কমিশনার (সাইবার) এবং যুগ্ম কমিশনার (আইন)। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশাবাদী সিপি মনোজ বর্মা। শনিবার তিনি সকলকে নারী দিবসের(international womens day) শুভেচ্ছা জানিয়ে বলেন, “নারীদের নিরাপত্তায় নারীরাই এগিয়ে এসেছে। কলকাতা পুলিশে একটা বড় অংশ মহিলা অর্থাৎ পথে নেমে সুরক্ষার দায়িত্ব নিতে পারেন তাঁরাই। আমরা একটা নতুন পদক্ষেপ নিচ্ছি। সাইবার শাখার কাজ আরও বাড়ছে। জয়েন্ট সিপি (সাইবার) এবং জয়েন্ট সিপি (লিগাল) এই দুটি নতুন পদ তৈরি হচ্ছে।”

সিপি’র কথায়, “আগামী ক্যাবিনেট বৈঠকে অনুমোদন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তাতে কাজ আরও ভালোভাবে হবে।” পাশাপাশি তিনি আরও জানান, আইনি উপদেশের জন্য তৈরি হচ্ছে জয়েন্ট সিপি (লিগাল) পদটি। তাতে অপরাধের শিকার হওয়া থেকে বাঁচতে উপযুক্ত পরামর্শ পাবেন মহিলারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1898356746080694535