প্রতিবেদন : সম্প্রতিই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে ভোটার কার্ড-দুর্নীতি নিয়ে নিশানা করেছিলেন দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে। দিল্লীতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সাফাই করতে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদেরা। বৃহস্পতিবারও কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। আর এবার সংসদেও একই ইস্যুতে ঝড় তুলতে চলেছে ঘাসফুল শিবির।
Read More: ১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলে প্রত্যাবর্তন নেইমারের – খুশি সাম্বা সমর্থকরা
আগামী সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সূত্র জানিয়েছে, সংসদের উভয় কক্ষেই নাকি সরব হতে চলেছেন তৃণমূল সাংসদেরা। বিভিন্ন প্রকার নোটিশ, জিরো আওয়ার, দৃষ্টিআকর্ষণী প্রস্তাব ইত্যাদি উপায়ে চেপে ধরা হতে পারে কেন্দ্রকে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় নোটিশ জমা দেওয়া হবে সংসদের সচিবালয়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ-সহ তৃণমূলের বেশিরভাগ সাংসদ থাকবেন। এছাড়াও অন্যান্য বিরোধী দলের একাধিক সাংসদ যোগ দিচ্ছেন এই কর্মসূচিতে। তাঁরা নোটিশে সই করছেন বলেও জানিয়েছে সূত্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897948860695327076
উল্লেখ্য, এর আগে দিল্লি ও মহারাষ্ট্রেও এমন ভুয়ো ভোটার বৃদ্ধির অভিযোগ এনেছিলেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ভোটে জিততে বাংলায় একই পন্থা নিচ্ছে বিজেপি। ২৭ ফেব্রুয়ারি প্রমাণ-সহ আরও একবার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো।