প্রতিবেদন : ২০২৫-এর সেট পরীক্ষার দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবছর স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট হবে ১৪ ডিসেম্বর। এই নিয়ে ২৭তম পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
Read More: উধাও কোটি কোটি টাকার হিসেব! – প্রকাশ্যে মোদীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর দুর্নীতি
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত পরীক্ষা হবে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। যাঁরা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তারা আবেদন করতে পারবে। নেই বয়সের কোনও ঊর্ধ্বসীমা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897932171316543656
বাংলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, ভৌতবিজ্ঞান-সহ আরও বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা হয়। প্রথম পেপার ১০০ এবং দ্বিতীয় পেপার ২০০ নম্বরের হবে। প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য দু’ঘণ্টা সময় ধার্য করা হয়েছে।