প্রতিবেদন : কেএমডিএ-র তরফে চলবে সংস্কারমূলক কাজ। সেজন্য বৃহস্পতিবার থেকেই প্রতিদিন রাতে ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে মা উড়ালপুলের একটি অংশ।
Read More: কানাকড়িও দেয়নি কেন্দ্র – কম্পোজিট গ্রান্টে অর্থ বরাদ্দ করল রাজ্যই
রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পার্কসার্কাস থেকে ইএম বাইপাসগামী পূর্ব ফ্ল্যাংটি বন্ধ রাখা হবে। এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানিয়েছে লালবাজার। পরিবর্ত রুটও জানানো হয়েছে পুলিশের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897914204193276040
যে সমস্ত গাড়ি মা উড়ালপুল ধরে বাইপাসের দিকে যেতে চাইবে, তারা পার্কসার্কাস থেকে সুরাবর্দি রোড, দরগা রোড, চার নম্বর হয়ে বাইপাসের দিকে যাবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিরাতে ৫ ঘণ্টার জন্য বন্ধ মা উড়ালপুলের এই অংশটি বন্ধ থাকবে।