দিসপুর: আসন্ন অসমের বিধানসভা নির্বাচন। ঘাসফুল শিবির এবার অসমের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে কোমর বেঁধে নেমেছে৷ তৃণমূল তার সংগঠনকে আরও সুগঠিত করে এগোতে চাইছে। এবার সেই লক্ষ্যেই বৃহস্পতিবার তৃণমূলের তরফে ঘোষণা করা হল ব্লক সভাপতিদের নাম।
Read More: যোগীরাজ্যের বিধানসভায় গুটখার পিক, বিতর্ক তুঙ্গে উঠতেই জরিমানার সিদ্ধান্ত
বেশকিছু বছর আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অসমে তৃণমূলের সংগঠন তৈরি হয়। অসমে দলীয় নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেন মমতা। এমনকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার অসমে গিয়ে সংগঠন জোরালো করতে তৎপর হন।
লোকসভা ভোটের আগে অসমের সংগঠনকে জোরদার করতে একাধিক পদক্ষেপ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এবার অসমের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে নিজেদের ঘাঁটি শক্ত করতে ময়দানে নেমেছে তৃণমূল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অসমের ব্লক সভাপতিদের নামের তালিকা ঘোষণা করেছে ঘাসফুল শিবির।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897592957014020472
লোকসভা ভোটে অসমের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতাও করে। কিন্তু জয় আসেনি। এবার উত্তর-পূর্বের এই প্রতিবেশী রাজ্যে সামনের বছরেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকেই পাখির চোখ করে সব স্তরের মানুষের কাছে পৌঁছতেই এবার ২০ টি ব্লকের সভাপতিদের নাম প্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহল।