কলকাতা: শীঘ্রই লন্ডন সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন তিনি। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই নন লেখিকা হিসেবেও এদিন ভাষণ দেবেন মমতা।
Read More: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ – মার্চেই লন্ডন পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
জানা গিয়েছে, ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ন’-এর বিষয়টি থাকবে মুখ্যমন্ত্রীর ভাষণে। মমতার বক্তব্যে এছাড়াও থাকবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য ও সংস্কৃতি। এখন অক্সফোর্ডের ভূমিতে মমতা কি বক্তৃতা দেবেন তা-র দিকে তাকিয়ে রাজ্য তথা রাজনৈতিক মহল।
উল্লেখ্য, মমতার অন্যতম পরিচয় তিনি কবি ও প্রাবন্ধিক। ইতিমধ্যেই তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। আমন্ত্রণকারীরা জানিয়েছেন, মমতার লেখায় সমাজ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায়। বলা হয়েছে, বাংলায় মুখ্যমন্ত্রী বাঙালি সংস্কৃতির প্রসার ঘটিয়েছেন। এমনকি, নতুন প্রজন্মকেও বাংলা ও বাঙালির সংস্কৃতির প্রতি উৎসাহ জুগিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1897297333739774162
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ প্রসঙ্গে আয়োজকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা। শুধু তাই নয়, তিনি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা থেকে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বাধীন সরকার প্রান্তিক অঞ্চলের মানুষ ও মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ বিশেষ সামাজিক কর্মসূচি নিয়েছে। তাঁর নেতৃত্বাধীন প্রশাসন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করছে।