লখনউ: বিধানসভার মধ্যেই পিক ফেলার বাড়বাড়ন্ত। যোগীরাজ্যে এখন বিধানসভার হট টপিক পিক ফেলা। গুটখা, পানমশলা খেয়ে চারিদিকে পিক ফেলায় ক্ষুব্ধ হন অধ্যক্ষ। এমনকি অধিবেশন চলাকালীনও বিধায়কদের কেউ কেউ মেঝেতে পাতা কার্পেটের উপর পিক ফেলেন বলে অভিযোগ। এবার পিক ফেলা বিতর্ককে থামাতে গুটখা এবং পানমশলা খাওয়া নিষিদ্ধ করা হল উত্তরপ্রদেশের বিধানসভায়।
Read More: মানব পাচারের মুক্তাঞ্চল মোদীরাজ্য! – প্রকাশ্যে ইডির বিস্ফোরক রিপোর্ট
উত্তরপ্রদেশের বিধানসভায় গুটখার পিক ঘিরে বিতর্ক ছড়ায় মঙ্গলবার। এবার বুধবারই গুটখা এবং পানমশলা খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানালেন বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানা। কাউকে বিধানসভায় গুটখা বা পানমশলা খেতে দেখলেই ১০০০ টাকা জরিমানা করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভার মূল কক্ষে প্রবেশের সামনে কার্পেটের উপর গুটখার পিক ফেলতে দেখা যায় এক বিধায়ককে। অধ্যক্ষের কানেও সেই খবর যায় এবং তিনি নিজে কার্পেটের অবস্থা দেখতে যান। সাফাইকর্মীদের সঙ্গে সঙ্গে নির্দেশ দেন কার্পেট পরিষ্কার করার জন্য। এদিন এই পিক ফেলা বিতর্ক নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ বলেন, ‘‘এক বিধায়ক পানমশলা খেয়ে কার্পেটের উপর পিক ফেলেছেন। আমি চাই ব্যক্তিগত ভাবে তিনি আমার সঙ্গে দেখা করুন।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1897574819081953715
‘অপরাধী’ বিধায়ককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে জানিয়ে এরপর অধ্যক্ষ বলেন, ‘‘আমি ভিডিয়োতে তাঁকে দেখেছি। কাউকে অপমান করতে চাই না। তাই তাঁর নাম বলছি না। তিনি নিজে এসে দেখা না করলে আমি তাঁকে তলব করব।’’ এরপরই বুধবার এই সিদ্ধান্তের ঘোষণা করেন উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ সতীশ মহানা।